ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের স্থানান্তরিত নতুন ভবন উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২১

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) স্থানান্তরিত নতুন ভবনের উদ্বোধন হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরায় ক্লাবের চার তলা ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ‌্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান এবং ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের এমডি মামুন মাহমুদ শাহ।

আলী রেজা ইফতেখার বলেন, আমাদের প্রফেশনাল হতে হবে।  নিজেকে ব্র‌্যান্ডিং করতে হবে।  মনে রাখতে হবে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য আমরা কাজ করছি না।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের সভাপতি আবু জাফর শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ আকতার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির ও ব্র্যান্ড অ‌্যান্ড মিডিয়া সেক্রেটারি তারেক উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকার্স ক্লাব তাদের নিজস্ব মিউজিক্যাল ব্যান্ড ‘বিসিবিএল বিটস’ এর আনুষ্ঠানিক যাত্রার ষোষণা দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১০ জানুয়ারি ২২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বিসিবিএল। একই বছরের ১০ জুলাই জয়েন্ট স্টোক কোম্পানির নিবন্ধণ নেয় ক্লাবটি। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জন। বেসরকারি ব্যাংক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এ ক্লাবের সদস্য।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি